সামনেই বিয়ের মরশুম। আর বিয়ে মানেই জমিয়ে সাজগোজ। এই মরশুমে নিশ্চিত গোটা চার পাঁচেক বিয়ের নেমন্তন্ন পেয়েই গিয়েছেন? এখন চিন্তা একটাই এতগুলো বিয়েতে সাজবেন কীভাবে? এতগুলো নতুন পোশাক কেনা তো আর সম্ভব নয়, এদিকে সাজও হওয়া চাই সক্কলের থেকে আলাদা। আজ আপনাদের বাতলে দেব সহজে বিয়ের সাজের উপায়।
বিয়ে বাড়িতে একদম সকলের নজর কাড়তে বাঙালিদের শাড়ির বিকল্প হয় না। তবে শাড়ি কেনা সব সময় সম্ভব হয় না। তাই পুরোনো শাড়িকেই নতুন ভাবে পরুন ডিজাইনার ব্লাউজের সঙ্গে। শাড়ির পিছনে টাকা না উড়িয়ে কিনুন বা বানান ডিজাইনার ব্লাউজ। রইল কিছু নজরকাড়া ডিজাইন।
V কাট ব্লাউজ -
এই মুহূর্তে ফ্যাশনে ইন ভি নেক ব্লাউজ। সেলিব্রিটি থেকে মডেল আজকাল এই ব্লাউজ পরছেন চুটিয়ে। শিফন, অরগান্জা বা সিল্কের শাড়ির সঙ্গে কনট্রাস্টে পরুন ভি নেক ব্লাউজ। তবে রোগ এবং খুব লম্বা হলে এই ধরণের ব্লাউজ এড়িয়ে চলুন।
হল্টার নেক ব্লাউজ -
হল্টার নেক ব্লাউজ যেকোনও লুকে গ্ল্যামার শব্দটা যোগ করে দেয় নিমেষে, পিঠখোলা এই ব্লাউজের সঙ্গে মানানসই শাড়ি পরুন। সঙ্গে কানে ভারী দুল। ব্যাস বিয়ে বাড়িতে কনেকে ছেড়ে আপনাকেই দেখবে সকলে।
ফুল হাতা ব্লাউজ -
শাড়ির সঙ্গে পরুন হেভি-স্টিচড ফুল হাতা ব্লাউজ, অল্প সাজেই বদলে যাবে লুক