কত রকম যে পেশা আছে এই পৃথিবীতে! ইংরেজিতে একটা প্রবাদ আছে। Necessity is the mother of invention. তেমনই এক নতুন পেশাই জন্মে গেল, প্রয়োজন হল বলেই। পেশার নাম ওয়েডিং ডেস্ট্রয়ার। দারুণ পেশাদারিত্বের সঙ্গে ক্লায়েন্টের বিয়ে ভেঙে দিচ্ছেন এক যুবক। নাম আর্নেস্তো, রেনারেঁ ভারিয়া, স্পেনের যুবক। সোশ্যাল ইনফ্লুয়েন্সার আর্নেস্তো নিছক মজা করেই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়েছিলেন।
সেই বিজ্ঞাপনে লেখা ছিল, "আপনার যদি সামনে বিয়ে ঠিক হয়ে গিয়ে থাকে, এবং আপনার বিয়েতে মত না থাকে, কিন্তু কীভাবে বিয়ের সব পরিকল্পনা ভেস্তে দেবেন, বুঝে উঠতে না পারেন, আমার সঙ্গে যোগাযোগ করুন, আমি, দায়িত্ব নিয়ে আপনাদের বিয়ে ভেঙ্গে দেব"।
দু, তিন লাইনের ছোট্ট বিজ্ঞাপন, তাও নেহাত মজা করেই লেখা। তার যে এমন দারুণ সাড়া মিলবে, ভাবতেও পারেননি আর্নেস্তো। লাইন দিয়ে বিয়ে ভাঙার বরাত এসে গিয়েছে তাঁর কাছে। ওয়েডিং ডেসট্রয়ারর কাজটা ঠিক কী?
বিয়ের দিনক্ষণ-ভেন্যু সব জানিয়ে দিতে হয়। ডি ডে তে গিয়ে পাত্রীর প্রেমিক সেজে আর্নেস্তো ঢুকে পড়েন বিয়ের বাসরে। এক একটা বিয়ে ভাঙতে আর্নেস্তো ৫০০ ইউরো মতো পারিশ্রমিক নেন, ভারতীয় মুদ্রায় ৪৭,০০০ টাকা মতো। আর বিয়ে ভাঙার ক্লাইম্যাক্সে যদি পাত্রপক্ষের কাছে কিল চড় ঘুষি জোটে, তাহলে আরও বাড়তি ৫০ ইউরো, অর্থাৎ পারিশ্রমিকের সঙ্গে আরও ১০ শতাংশ দিতে হয় আর্নেস্তোকে।
পেশা হিসেবে কেমন কদর, ওয়েডিং ডেস্ট্রয়ারদের? পরিসংখ্যান বলছে, দিন দিন কদর বাড়ছে। এই বছর আর আর্নেস্তোর একটা দিনও ফাঁকা নেই, সব বুকড!