Best Weekend destination for travellers in West Bengal : হাতে সময় কম! এদিকে সারা সপ্তাহের কাজের চাপ! ডেডলাইন এগিয়ে আসছে বসের! চাপ কাটাতে সপ্তাহান্তের দুটো দিনই তো সম্বল! সব ভুলে ঘুরে (Travel) আসুন তো। প্রকৃতির কোলে দুটো দিন কাটিয়ে এলে শরীর-মন দুই তাজা! তাতেই মুস্কিল অনেকখানি আসান।
জলপাইগুড়ি-শিলিগুড়ির কাছাকাছি ডুয়ার্স (Dooars) রানী আপনার অপেক্ষায়। চেনা গন্তব্যের বাইরে ছক ভাঙা ঘুরতে চাইলে গাড়ি নিয়ে চলে যান মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাঙ্কচুয়ারি (Mahananda Wildlife sanctuary)। শিলিগুড়ি থেকে মাত্র ৩০ মিনিটের রাস্তা। পাহাড়ি রাস্তা, ঘন পাইনের বন, আর নানা নাম না জানা পাখির ডাক আপনার মন ভাল না করে পারে?
কলকাতার কাছাকাছি অল্প সময় এবং পরিমিত খরচে ঘোরার কথা ভাবলে সবার আগে ভেসে ওঠে একটাই নাম, ঝাড়গ্রাম (Jhargram)। বিভিন্ন ধরনের ও দামের হোটেল এবং হোমস্টেতে থাকার ব্যবস্থা আছে। ঘুরে দেখতে পারেন ঝাড়গ্রাম রাজবাড়ি। আশেপাশে শালবনীর দিকে জঙ্গল ঘেরা অঞ্চলেও ঘুরতে পারেন। কলকাতা থেকে বাস, ট্রেন কিমবা চারচাকা, সবেই ঘুরে আসা যায় দিব্যি।
আসানসোল থেকে প্রায় ৩৮ কিলোমিটার দূরে পুরুলিয়ার বড়ন্তি (Baranti)। সেখান থেকে গড় পঞ্চকোট আর বারো কিলোমিটার। মুরাডি স্টেশনের দুদিকে এই দর্শনীয় স্থান দুটি। যেতে যেতে দেখুন পুকুর, পুকুরে শালুক ফুল। চারদিকে গাছগাছালি আর দূরে পাহাড়। এই বর্ষায় একটু বৃষ্টি পেলে তো কথা-ই নেই! বড়ন্তি লেকের কাছেই রয়েছে বন দফতরের রিসর্ট।
Weekend Travel Idea: লম্বা উইকেন্ড! রইল কাছে পিঠে ছুটি কাটানোর কিছু সেরা ডেস্টিনেশন