বঙ্গে পুরোদমে প্রবেশ করেছে বর্ষা। আগামী ৪ দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। বুধবার থেকে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে। অন্যদিকে উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টির পূর্বভাস থাকছে।
সোমবার-মঙ্গলবার মূলত আংশিক মেঘলা থাকবে দক্ষিণবঙ্গের আকাশ। বজ্রবিদ্যুৎ সহ দফায় দফায় বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের সব জেলায়। সঙ্গে থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। এরপর বুধবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
কলকাতায় বুধ-বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। সোমবার তিলোত্তমার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে ৩০.৩ থেকে ২৭.৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।