একগুচ্ছ নতুন ফিচার এনে চমক দিল হোয়াটসঅ্যাপ (WhatsApp Features Update 2022)। মেটার (Meta) পক্ষ থেকে জানানো হয়েছে, একসঙ্গে ৩২ জনকে নিয়ে গ্রুপ কল করা যাবে হোয়াটসঅ্যাপে। একটি গ্রুপে রাখা যাবে সর্বাধিক ১০২৪ জনকে। আগামী কয়েকমাসের মধ্যে বিশ্বব্যাপী শুরু হয়ে যাবে এই পরিষেবা।
হোয়াটসঅ্যাপ গ্রুপে কোনও ছবিতে রি-অ্যাকশন করার সুযোগ আগেই শুরু হয়ে গিয়েছিল। এবার আসছে পোল। অর্থাৎ গ্রুপে কোনও বিষয় নিয়ে ভোটিং করা যাবে। তবে এবার হোয়াটসঅ্যাপের সবথেকে গুরুত্বপূর্ণ ফিচার কমিউনিটি। এই কমিউনিটির মাধ্যমে অনেকগুলি গ্রুপকে একছাতার তলায় নিয়ে এসে কথোপকথন চালানো যাবে।
আরও পড়ুন: হৃদযন্ত্রের ক্ষতি না করে দিনে কতটুকু লবণ চলতে পারে? কী বলছেন চিকিৎসকেরা?
ইনস্টাগ্রামে এক ভিডিয়ো বার্তার মেটার সিইও মার্ক জুকেরবার্গ হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচারগুলির কথা ঘোষণা করেছেন। জানানো হয়েছে, এবার হোয়াটসঅ্যাপে বড় সাইজের ফাইল ট্রান্সফার করা যাবে। অ্যাডমিন যে কোনও মেসেজ মুছে দিতে পারবেন। টেলিগ্রাম ও আই মেসেজের মতো প্রতিদ্বন্দ্বীদর সঙ্গে পাল্লা দিতেই মেটা একগুচ্ছ আপডেট এনেছে বলে মনে করছেন প্রযুক্ত বিশারদরা।