আপনার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস আপনি কারোর থেকে লুকোতে চান, অথবা সবার থেকে। এতদিন সে উপায় ছিল না। এবার হোয়াটসঅ্যাপে যুক্ত হল নতুন ফিচার। ইচ্ছে মতো হাইড করতে পারবেন আপনার অনলাইন স্ট্যাটাস, অ্যান্ড্রয়েড এবং আইফোনে, দুইয়েতেই এই ফিচার অ্যাক্টিভেট হয়েছে।
কিছুদিন আগেই হোয়াটসঅ্যাপে চালু হয়েছে লাস্ট সিন অফ করে রাখার অপশন। অর্থাৎ আপনি কখন শেষ হোয়াটসঅ্যাপ দেখেছেন, তা জানতে পারবে না অন্য কেউ। সবার কাছ থেকেও হাইড করার অপশন আছে, সঙ্গে চাইলে বাছাই করা কন্ট্যাক্টসের থেকেও হাইড করতে পারবেন।
সম্প্রতি অ্যাপে স্ক্রিনশট ব্লক করার ফিচার এসেছে। এই ফিচারের সাহায্যে ভিউ ওয়ান মোডে পাঠানো ছবির স্ক্রিনশট কেউ নিতে পারবে না।
প্রথমে আপনাকে আপনার ফোনে WhatsApp খুলতে হবে। এখন আপনাকে সেটিংসে যেতে হবে। এখানে আপনি অনেক অপশন পাবেন যার মধ্যে আপনাকে Privacy এ ক্লিক করতে হবে। এখানে আপনি Last Seen and Online এর প্রথম অপশন পাবেন। এতে ক্লিক করলে আপনার সামনে ৪টি অপশন ওপেন হবে। Everyone, My Contacts, My Contacts Expect..এবং Nobody। এখানে প্রথমে আপনাকে Nobody অপশনে ক্লিক করতে হবে। তারপরে নিচে আরও দুটি অপশন পাবেন।