বর্তমানে বিশ্বে সবচেয়ে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হল হোয়াটসঅ্যাপ (WhatsApp)। পরিচিত ও পরিজনদের সঙ্গে ব্যক্তিগত যোগাযোগ রাখা ও ফাইল শেয়ারিং করার পাশাপশি কর্মক্ষেত্রেও বিভিন্ন কাজে এই মেসেজিং অ্যাপ ব্যবহৃত হয়। হোয়াটসঅ্যাপে এবার আসছে সেন্ট মেসেজ এডিট ফিচার।
হোয়াটসঅ্যাপে অনেক সময় আমরা ভুল করে যাকে মেসেজটি পাঠানোর কথা তাঁকে না পাঠিয়ে অন্যকে পাঠিয়ে ফেলি। এর ফলে অনেক সময় অস্বস্তি ও সমস্যায় পড়তে হয়। এই অসুবিধা দূর করতে হোয়াটসঅ্যাপ ইতিমধ্যে নিয়ে এসেছে সেন্ট মেসেজ ডিলিট অপশন। যার মাধ্যমে আপনি মেসেজটি কাউকে পাঠানোর পরেও তাঁর অ্যাকাউন্ট থেকে ডিলিট করে দিতে পারবেন। এই ফিচারটি ইতিমধ্যে যথেষ্ট জনপ্রিয় হয়েছে। এবার হোয়াটসঅ্যাপ নিয়ে এসেছে আরও বিশেষ ফিচার। যার সাহায্যে আপনি কাউকে কোনও মেসেজ পাঠানোর পর সেটিকে কোথাও ভুল থাকলে তা এডিট করতে পারবেন।
WhatsApp not for these phones: অক্টোবর থেকে এই ফোনগুলিতে হোয়াটসঅ্যাপ চলবে না
হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচারটির সুবিধা কীভাবে পাওয়া যাবে? কাউকে মেসেজ পাঠানোর পর যদি আপনার মনে হয় যে, মেসেজটিতে কোনও তথ্য যোগ করতে বা ডিলিট করতে হবে। সেক্ষেত্রে আপনাকে মেসেজটি প্রথমে সিলেক্ট করতে হবে। নতুন ফিচারটির চালু হলে, মেসেজটি সিলেক্ট করার পর কপি ও ফরওয়ার্ড অপশনের পাশাপাশি মেনু লিস্টে এডিট অপশন দেখতে পাবেন। এডিট অপশনটি সিলেক্ট করে আপনি কাউকে পাঠানো সেই নির্দিষ্ট মেসেজটি এডিট করতে পারবেন। আপাতত অ্যান্ড্রয়েড (Android)- ডিভাইসের জন্য হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচারটির বিটা ভার্সন পরীক্ষা করা হচ্ছে। আগামীতে আইওএস (iOS) এবং ডেস্কটপ (Desktop) -এর বিটা ভার্সনেও এই ফিচারটি পাওয়া যাবে।