হোয়াটসঅ্যাপে (WhatsApp) খুব শীঘ্রই আসছে নতুন একটি ফিচার। এই ফিচারের সাহায্যে আপনি ‘আনরিড’ বা না-পড়া মেসেজগুলি ফিল্টার করতে পারবেন।
হোয়াটসঅ্যাপ ট্র্যাকার সাইট WABetaInfo সূত্রে জানা গিয়েছে, আপাতত হোয়াটসঅ্যাপ তাদের এই নতুন ফিচারটিকে ডেস্কটপ ভার্সনে পরীক্ষা করছে। অদূর ভবিষ্যতে এই ফিচারটির বিটা ভার্সন অ্যান্ড্রয়েড এবং আইওএস ডিভাইসে পরীক্ষা করা হবে।
Whatsapp message edit feature:হোয়াটসঅ্যাপে আসছে নতুন ফিচার, পারবেন পাঠানো মেসেজ এডিট করতে
আপনি যদি আপনার ডেস্কটপে হোয়াটসঅ্যাপের ডেস্কটপ বিটা ভার্সন (২.২২২১.০) ব্যবহার করেন, তবে আপনি এই নতুন ফিচারটি ব্যবহারের সুবিধা পাবেন। ফিচারটি ব্যবহার করার জন্য আপনাকে প্রথমে কম্পিউটারে হোয়াটসঅ্যাপ উইন্ডোর উপরে ডানদিকে ফিল্টার বাটনে ক্লিক করতে হবে। এই বাটনে ক্লিক করলে যে মেসেজগুলি আপনি পড়েননি সেগুলি একসঙ্গে স্ক্রিনে দেখাবে। না-পড়া মেসেজগুলির এই লিস্ট আপনি ফিল্টার বাটনের সাহায্যে ডিলিট করতেও পারবেন।
হোয়াটসঅ্যাপ সাধারণত তাদের নতুন কোনও ফিচার অ্যান্ড্রয়েড বা আইওএস মোবাইল ডিভাইসেই প্রথমে পরীক্ষা করে। সম্ভবত এই প্রথম হোয়াটসঅ্যাপ তাদের কোনও নতুন ফিচার ডেস্কটপ ভার্সনে পরীক্ষা করছে। এর অন্য়তম কারণ হল আগামীতে হোয়াটসঅ্য়াপ মোবাইল ফোনের পাশাপাশি ট্যাব ও ডেস্কটপেও তাদের অ্যাপের ব্যবহার বাড়ানোর পরিকল্পনা নিয়েছে।