হোয়াটসঅ্যাপ (WhatsApp) গ্রুপ ও কমিউনিটিতে নতুন কিছু ফিচার যোগ করতে চলেছে মেটা (Meta)। কমিউনিটিতে ৫১২ জন ব্যক্তি যোগ দিতে পারেন। কমিউনিটিকে ঢেলে সাজানোর সমস্ত অ্যাকসেস থাকবে অ্যাডমিনের হাতে। তিনি কমিউনিটির কারও মেসেজ ডিলিট করতে পারবেন, কমিউনিটি থেকে কাউকে বাদ দিতে পারবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপ ও কমিউনিটির জন্য বিশেষ ক্যাটেলগ ফিচার (Catalog Feature) আগামীতে লঞ্চ হবে। সেই ক্যাটাগল থেকে জানা যাবে এই গ্রুপের আগের সদস্য কারা ছিলেন এবং কারা কারা গ্রুপ বা কমিউনিটি থেকে বেরিয়ে গিয়েছেন।
আপাতত ক্য়াটালগ ফিচারটির বিটা টেস্টিং চলছে বলে জানা গিয়েছে। ফিচারটি এখন আইফোন তথা আইওএস প্ল্যাটফর্মের জন্য টেস্ট করা হচ্ছে। পরবর্তীতে অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মেও এটি টেস্ট করা হবে।
আইফোনের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপের এই বিটা ভার্সনটি নম্বর হল ২২.১৬.০.৭৫। এই বিটা ভার্সনে ক্যাটালগ ফিচারে গ্রুপ ম্যানেজার এবং সদস্যরা এবার থেকে দেখতে পাবেন গত ৬০ দিনে কতজন গ্রুপ ছেড়ে বেরিয়ে গিয়েছেন। কারা গ্রুপের পুরনো সদস্যা তা‘সি পাস্ট পার্টিসিপ্যান্টস’ অপশন থেকে দেখতে পারবেন। হোয়াটসঅ্যাপের গ্রুপ ডিটেলস ট্যাবের ঠিক যেখানে কারেন্ট পার্টিসিপ্যান্স অপশনটি দেখা যায়, সেখানেই এই সি পাস্ট পার্টিসিপ্যান্টস অপশনটিও দেখা যাবে।
আলাদা করে আরও একটি সার্চ বক্স দেওয়া হচ্ছে, যেখানে দেখা যাবে কাদের হোয়াটসঅ্যাপ সম্প্রতি ব্যান করেছে। যে সব ইউজাররা ঘনঘন গ্রুপ লেফট ও জয়েন করেন, তাঁদের দেখে নেওয়ার জন্য এই ফিচারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি ছোটখাটো বিভিন্ন সংস্থা যারা নিজেদের অভ্যন্তরীণ যোগাযোগ বা ক্লায়েন্ট/কাস্টমারের সঙ্গে যোগাযোগ করেন গ্রুপের মাধ্যমে, তাদের জন্যও এই বৈশিষ্ট্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে বলে মনে করা হচ্ছে।