আগামীতে আপনি একই হোয়াটসঅ্যাপ (WhatsApp) অ্যাকাউন্ট একই সঙ্গে দুটো ফোনে ব্যবহার করতে পারবেন। হোয়াটসঅ্যাপ সংস্থা মেটা (META) এখন এই ফিচারটি নিয়ে কাজ করছে। আপাতত ফিচারটির বিটা ভার্সনের পরীক্ষা চলছে।
হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচারটিকে বলা হচ্ছে কম্প্যানিয়ন ডিভাইস সাপোর্ট (Companion Device Support)। বর্তমানে আপনার ফোনে যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি রয়েছে সেটি আপনি দুই ধরনের ডিভাইসের সঙ্গে লিঙ্ক করে সেই ডিভাইসগুলিতেও হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন। এই ডিভাইসগুলি হল ডেস্কটপ বা ল্যাপটপ কম্পিউটার এবং ট্যাব। কিন্তু একটি ফোনের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এখনও পর্যন্ত একসঙ্গে অন্য ফোনে ব্যবহার করা যায় না।
এবার সেই পরিস্থিতি পালটাতে চলেছে। আপনি আপনার নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টি আগামীতে কম্প্যানিয়ন ডিভাইস সাপোর্ট ফিচারের মাধ্যমে একই সঙ্গে দুটি ফোনে ব্যবহার করতে পারবেন।