গ্রুপ কলের ক্ষেত্রে নতুন ফিচার নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ (Whatsapp group calling)। এই ফিচারের সাহায্যে গ্রুপ কলের সময় অন্যের মাইক্রোফোন বন্ধ করে দেওয়া যাবে।
গত কয়েক মাস ধরে একাধিক নতুন ফিচার নিয়ে পরীক্ষানিরীক্ষা চালাচ্ছে জনপ্রিয় মেসেজিং সার্ভিস হোয়াটসঅ্যাপ। কিছু দিন আগে সংস্থাটি অন্যকে পাঠানো মেসেজ এডিট করার ফিচার নিয়ে আসতে চলেছে বলে জানিয়েছে। এবার তারা গ্রুপ কলের ক্ষেত্রে একটি বিশেষ ফিচার নিয়ে আসছে।
হোয়াটসঅ্যাপের অন্যতম জনপ্রিয় ফিচার হল গ্রুপকলিং ফিচার। এই ফিচারের সাহায্য়ে গ্রুপের সমস্ত সদস্যকে একসঙ্গে অডিয়ো ও ভিডিয়ো কল করা যায়। কিন্তু গ্রুপ কলের সময় অনেকের মাইক্রোফোন অপ্রয়োজনে চালু থাকায় অবাঞ্ছিত শব্দের জেরে গ্রুপের বাকি সদস্যদের সমস্যা হয়। এই সমস্যা মেটাতে হোয়াটসঅ্যাপ নতুন ফিচার নিয়ে আসছে। এই ফিচারের সাহায্যে গ্রুপ কলের সময় যদি যিনি কথা বলছেন তিনি বাদে অন্য কারো মাইক্রোফোন চালু থাকার জন্য অবাঞ্ছিত শব্দ শোনা যায় তবে গ্রুপ কলে থাকা কোনও সদস্য মাইক্রোফোনটি বন্ধ করে দিতে পারবেন।