হোয়াটসঅ্যাপ মেসেজিং অ্যাপ ব্যবহার করে (WhatsApp) সাইবার প্রতারণার ঘটনা বাড়ছে। এই পরিস্থিতিতে গ্রাহকদের স্বার্থে একটি নতুন ফিচার নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ।
হোয়াটসঅ্যাপের লগইন প্রসেসকে আরও সুরক্ষিত করতে ডাবল ভেরিফিকেশন ফিচার নিয়ে আসতে চলেছে হোয়াটসঅ্যাপ। আগামীতে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে লগইন করার জন্য ‘ডাবল ভেরিফিকেশন কোড’ (Double Verification Code) ব্যবহার করতে হবে গ্রাহকদের। অর্থাৎ অন্য কোনও ফোন থেকে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে লগইন করতে হলে ইউজারদের দুটি ভেরিফিকেশন কোডের প্রয়োজন হবে। বর্তমানে এই ফিচারটি নিয়ে পরীক্ষানিরীক্ষা করছে হোয়াটসঅ্যাপ সংস্থা মেটা। শীঘ্রই ফিচারটির বিটা ভার্সন অ্যান্ড্রয়েড (Android) এবং আইওএস (iOS) ডিভাইসে লঞ্চ করা হবে।
এখন কোনও হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী নতুন কোনও ফোন থেকে তাঁর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে লগইন করার চেষ্টা করলে তাঁকে একটি ছয় ডিজিটের ভেরিফিকেশন কোড এন্টার করতে হয়। আগামীতে এই ছয় ডিজিটের ভেরিফিকেশন কোডটি এন্টার করার পর হোয়াটসঅ্যাপ গ্রাহককে আর একটি ছয় ডিজিটের কোড এন্টার করতে হবে।
নতুন ডিভাইসে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে লগইন করার পর গ্রাহককে সতর্ক করতে তাঁদের রেজিস্টার্ড নম্বরে একটি মেসেজও পাঠাবে হোয়াটসঅ্য়াপ। তাই যদি অন্য কেউ নিজের ডিভাইস থেক আপনার হোয়াটসঅ্যাপ অ্য়াকাউন্টে লগইন করেন তবে আপনি সতর্ক বার্তা পেয়ে যাবেন।