ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় জন্মাষ্টমী। উৎসবটি প্রতি বছর ইংরাজি ক্যালেন্ডারে অগাস্ট মাসের মাঝামাঝি সময় থেকে সেপ্টেম্বরের মধ্যেই পালিত হয়। পূরাণ মতে, বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণ এই তিথিতেই জন্মেছিলেন। কৃষ্ণের নানা রূপ, কোথাও তিনি বাল গোপাল, কোথাও পার্থ সারথী। দেশের নানা অংশজুড়ে এই দিনে চলে নানা রকমের উদযাপন।
কথিত রয়েছে বিষ্ণুর অষ্টম অবতার শ্রী কৃষ্ণ কারাগারে জন্ম নিয়েছিলেন দেবকীর গর্ভে ৷ কৃষ্ণের জন্মের সেই শুভ তিথিটিই ঘরে ঘরে জন্মাষ্টমী রূপে পালিত হয় ৷ কম বেশি সব বাড়িতেই এদিন গোপালের মূর্তি পুজো হয়।
কবে জন্মাষ্টমী?
পঞ্জিকা অনুসারে এই বছর জন্মাষ্টমী পালিত হবে আগামী ২৬ অগস্ট সোমবার। অষ্টমী তিথির শুরু রাত ৩টে ৪০ মিনিটে এবং বেলা ২টো ২০ মিনিট পর্যন্ত।
একই যোগে তিথি :
জ্যোতিষ মত বলছে, এবছর খুব শুভ যোগ পড়েছে জন্মাষ্টমীর। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি ও রোহিনী নক্ষত্রে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। এবছরেও রোহিনী নক্ষত্র থাকবে অষ্টমী তিথিতে।