দূরে কোথাও বিমানে (Flight) যাবেন । টিকিট কাটার সময় অনেকেই আগে জানলার পাশের সিটটা বুক করে নেন । কিন্তু, ভেবে দেখেছেন, আদৌ কি ওই আসন আপনার জন্য নিরাপদ ? মাঝ আকাশে কোনও দুর্ঘটনা ঘটলে কোন আসন আপনাকে নিরাপদ রাখতে পারেন জানেন ? এক সমীক্ষায় বলা হয়েছে, বিমানের মাঝের আসন সবথেকে নিরাপদ (Airplane Safety Seat) ।
আমেরিকান ম্যাগাজিন টাইম দ্বারা পরিচালিত একটি সমীক্ষা অনুসারে, বিমানের পিছনের মাঝের সিটগুলি সবথেকে বেশি নিরাপদ । যে কোনও দুর্ঘটনায় ওই আসনগুলিতে মৃত্যুর হার কম । এছাড়া, বিমানের পিছনের দিকের সিট, যেগুলি মূলত আপৎকালীন সারির কাছাকাছি থাকবে । আর জ্বালানির থেকে দূরে থাকবে, এমন আসনে বসা উচিৎ । কারণ, বিমানে যান্ত্রিক গোলযোগ বা আগুন লাগার মতো ঘটনা বিরল নয় ।
আরও পড়ুন, Bots & Pots Robots Chefs: আপনার পছন্দের খাবার রাঁধবে রোবট! কোন রেস্তরাঁয় পাবেন?
৩৫ বছরের বিমান দুর্ঘটনার তথ্য পরীক্ষা করে বিশেষজ্ঞরা এই সমীক্ষা করেছেন । সমীক্ষার শেষে যে ফলাফল বেরিয়েছে, সেখানেই দেখা গিয়েছে, বিমানে জানলার পাশের সিট নয়, বরং মাঝের সিটই সুরক্ষিত ।