সুরাপ্রেমীদের জন্য রীতিমতো ভয়ের খবর শোনাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO। মদ্যপান করলেই হতে পারে ক্যানসার। এমনকি মদ্যপানের পরিমাণ কম হলেও শরীরে বাসা বাঁধতে পারে কর্কট রোগ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাম্প্রতিক গবেষণা জানিয়েছে, অ্যালকোহল পানের ক্ষেত্রে 'নিরাপদ পরিমাণ' বলে কিছু নেই। অল্প পান করলেই যে বিপদ এড়ানো যাবে, তাও নয়। তবে মদ্যপানের পরিমাণের সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে বিপদ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, অ্যালকোহল পান করলে অন্তত ৭ ধরনের ক্যানসার হতে পারে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন 'দ্য ল্যানসেট পাবলিক হেলথ'-এ এই বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে। WHO দাবি করেছে, অ্যালকোহল সেবন এড়িয়ে চলাই ভালো৷ কারণ কম পরিমাণে মদ্যপান করলেও কর্কটের আশঙ্কা থেকেই যায়।
Hrithik Roshan-Saba Azad Wedding: জন্মদিনেই এল সুখবর, বছর শেষেই বিয়ের পিঁড়িতে হৃত্বিক-সাবা ?
অ্যালকোহল থেকে যে ৭ ধরনের ক্যান্সার সৃষ্টি হতে পারে, তাদের মধ্যে সবথেকে বেশি আশ্ঙ্কা অন্ত্রের ক্যান্সারের। মহিলাদের ক্ষেত্রে স্তন ক্যান্সারের আশঙ্কা প্রবল। বেশি পান করুন বা সামান্য পরিমাণে, সবেতেই এই ধরণের বিপদের আশঙ্কা রয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাম্প্রতিক গবেষণায় দেখা গিয়েছে, ইউরোপে পান করার কারণে যাদের ক্যান্সার হয়েছে, তাঁদের অধিকাংশই যে খুব বেশি পরিমাণে পান করতেন তা নয়। ভয়টা এখানেই বেশি৷ দেখা যাচ্ছে, সপ্তাহে যাঁরা দেড় লিটারের কম ওয়াইন খেয়েছেন বা সাড়ে তিন লিটারের কম বিয়ার খেয়েছেন বা ৪৫০ মিলিলিটারের কম স্পিরিট গ্রহণ করেছেন, তাদেরও ক্যান্সার হয়েছে। এবং তার জন্য দায়ি অ্যালকোহলই। মহিলাদের স্তন ক্যান্সারও বেড়েছে অনেকটাই।
WHO স্পষ্ট জানিয়েছে, আমরা যত বেশি পান করি, ক্ষতির পরিমাণও ততই বাড়ে। গবেষক ল ডক্টর ক্যারিনা ফেরেরা-বোর্জেসের কথায়, "যত কম পান করবেন, নিরাপদও থাকবেন ততটাই বেশি।" কাজেই, সময় থাকতে থাকতে ছেড়েই দিন মদ্যপান।