রোজ আমাদের চারপাশে কত কী ঘটে, তার কোনওটা কেবলই ঘটনা, কালের নিয়মে হারিয়ে যায়, কোনওটা আবার মনে রেখে দেয় গোটা পৃথিবী, লেখা থেকে যায় ইতিহাসে। ১৬ অগাস্টও সেরকমই কিছু মনে রাখার মতো ঘটনা ঘটেছিল সারা বিশ্বের নানা প্রান্তে। এক নজরে দেখে নেওয়া যাক তারই কিছু।
২০১৮ সালে আজকের দিনে প্রয়াত হন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। মোট তিন দফায় দেশের প্রধানমন্ত্রী ছিলেন তিনি। রাজনৈতিক পরিচয়ের বাইরে অটল বিহারী ছিলেন একজন কবি। হিন্দি সাহিত্যে তাঁর অবদান অনস্বীকার্য।
স্বাধীনতা লাভের আগের বছর, ১৯৪৬ সালের ১৬ অগাস্ট বাংলার নোয়াখালিতে সাম্প্রদায়িক দাঙ্গা হয়, ৭২ ঘণ্টা ধরে চলা সেই ভয়াবহ দাঙ্গায় প্রাণ হারিয়েছিলেন প্রায় ৬ হাজার মানুষ।
Independence Day-26 th Jan: ১৫ অগাস্ট নয়, টানা ১৮ বছর স্বাধীনতা দিবস পালন হতো অন্য দিনে, জানেন?
বিশ্ব ইতিহাসেও এই দিন এক কালো দিন। চিলির ভয়াবহ বন্যায় প্রাণ হারিয়েছিলেন প্রায় ৩০ হাজার মানুষ।