জন্মের পর পৃথিবীর আলো দেখেই কেঁদে ওঠে সদ্যজাত (New born Baby)। কখনও লাথি , কখনও হাত-পা ছোড়া। কখনও ভেবে দেখেছেন, এমন আচরণের কারণ কী। টোকিও বিশ্ববিদ্যালয়ের ( University of Tokyo) একদল সমীক্ষক এই নিয়ে গবেষণা করেছেন।
মোশন ক্যাপচার প্রযুক্তি ব্যবহার করে ১২টি সুস্থ নবজাতকের (দশ দিনের কম বয়সি) এবং দশটি ছোট শিশুর (প্রায় তিন মাস বয়সি) হাত-পা ছোড়া, নড়াচড়া রেকর্ড করা হয়েছে।
গবেষণা করে দেখা গিয়েছে, শিশুরা এই সময়ে পারিপার্শ্বিক ঘটনার অনুসন্ধানমূলক আচরণে নিজেরদের অভিব্যক্তি প্রকাশ করে। অর্থাৎ কৌতূহলের উপর ভিত্তি করে তাদের নিজস্ব প্রতিক্রিয়া দেয়। সমীক্ষা অনুসারে, পেশী নিয়ন্ত্রণ করার ক্ষমতা এবং নড়াচড়ার ক্ষমতা বাড়াতেই এমন করে থাকে সদ্যজাতরা।
আরও পড়ুন- শীতে গরম ভাতের সঙ্গে ত্বকেও মাখুন ঘি, ফিরে পেতে পারেন হারানো জৌলুস
আসলে জন্মের পর থেকে মানুষের মস্তিষ্কের গঠিত প্রক্রিয়া শুরু হয়ে যায়। এই সময়ে শিশুদের সেন্সরিমোটর সিস্টেম অর্থাৎ স্নায়ুর বিকাশ ঘটতে থাকে। ফলে, এই ধরনের নড়াচড়ার করে শিশুরা নিজেদের পেশী নিয়ন্ত্রণ করার ক্ষমতা এবং স্নায়ুর বিকাশ ঘটায়।