গর্ভাবস্থায় মহিলাদের শরীরে ছোট বড় নানা পরিবর্তন আসে। এদের মধ্যে বেশ কিছু সমস্যারও। যেমন, পা ফুলে যাওয়া। অন্তঃসত্ত্বা মহিলার পা ফুলে যাওয়া খুব চেনা সমস্যা। কেন এমন হয়?
আসলে গর্ভাবস্থায় জরায়ু এবং পেটের মধ্যে থাকা বাচ্চা ক্রমশ মায়ের পায়ের স্নায়ুতে চাপ দিতে থাকে, ফলে পায়ের রক্ত সঞ্চালন কমতে শুরু করে। তাই-ই পা ফুলে যায়।
এ ছাড়া, হরমোনজনিত কিছু বদলও আসে। পেটের মধ্যে বাচ্চার বেড়ে ওঠার জন্য আরও বেশি জলের দরকার হয় শরীরের, সেই ফ্লুয়িড জমতে থাকে পায়ে।
কিন্তু পা ফোলার সঙ্গে, চোখে ঝাপসা দেখা, হাঁপ ধরা বা কিমবা শুধু একটা পা ফুলে যাওয়ার মতো ঘটনা ঘটে, অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।