সামনেই দীপাবলি। এই আলোর উৎসব শুরু হয় ধনতেরাসের মধ্যে দিয়ে। দীপাবলীর আগে তৃতীয়ার দিন পালিত হয় ধনত্রয়োদশী বা ধনতেরাস। এই দিন উপলক্ষে গৃহলক্ষ্মীরা সোনা, রুপো, ধাতুর বাসন বিভিন্ন জিনিস কিনে থাকেন। এই দিন দেবী লক্ষ্মী এবং ধনতেরাসের দেবতা কুবেরের পুজো করা হয়। ধনতেরাসে সোনা কেনার চল কেন জানেন?
অনেকের মতে, ধনতেরাসে সোনা কিনলে সম্পদের দেবীকে লক্ষ্মী প্রসন্ন হন। এবং মনে করা হয় এতে গৃহস্থের শ্রীবৃদ্ধি হয়।
এছাড়াও সোনা হল সবচেয়ে বিশ্বস্ত বিনিয়োগের মাধ্যম। তাই ভবিষ্যত সুরক্ষিত করতেও এই দিন সোনা কিনতে পারেন। এছাড়া ধনতেরাস উপলক্ষে বিভিন্ন দোকানে মজুরির উপর চলে আকর্ষনীয় ছাড়। তাই এই দিন সোনা কেনা বুদ্ধিমানের কাজ।