প্রতি মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবরাত্রি পালিত হয়, কিন্তু ফাল্গুনের মাসেই পালিত হয় মহা শিবরাত্রি। কী এর মাহাত্ম্য? হিন্দু ক্যালেন্ডার মতে, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতেই শিবলিঙ্গ রূপে আবির্ভূত হন মহাদেব৷ শিবের জ্যোতির্লিঙ্গের প্রকাশ হিসেবে ফাল্গুন মাসেই উদযাপিত হয় মহা শিবরাত্রি। এই সময়েই দেবী পার্বতীর সঙ্গে দেখা হয় মহাদেবের। ফাল্গুনের এই তিথিতেই পার্বতীকে বিয়ে করে সংসারী হন শিব। প্রচলিত ধারণা রয়েছে, শিবরাত্রিতে উপোষ করে নিষ্ঠাভরে পুজো করলে বিবাহিত জীবনে কোনও অশান্তি থাকে না।
শিবরাত্রির ব্রত পালনে নিয়ম
উপোষ করে শিবরাত্রি পালনের দিন সিদ্ধ চালের ভাত কিংবা আমিষ খেতে নেই। সাধারণত আতপ চালের সিদ্ধ ভাত খেতে খাওয়া হয়। ময়দায় তৈরি খাবারও খাওয়া যায়। রান্নায় সাধারণ লবণের বদলে সন্দক লবণ খেতে হয়।