পলাশপ্রিয়া সরস্বতীর সঙ্গে হলুদ রঙ ওতোপ্রোতো ভাবে জড়িয়ে রয়েছে। হলুদ শাড়ি, হলুদ পাঞ্জাবি এই পুজোর যেন ড্রেস কোড। এছাড়াও, সরস্বতী পুজোর সকালে হলুদ মেখে স্নান করার রীতি রয়েছে। তবে এ কিন্তু নিছকই নিয়ম নয়। হলুদ সেই প্রাচীন কাল থেকেই ব্যবহার হয়ে আসছে রূপটানে। জানেন হলুদের উপকারিতা?
আসলে হলুদে রয়েছে অ্যান্টিব্যাক্টেরিয়াল উপাদান, যা ত্বকের বিভিন্ন সমস্যা সমাধান করতে সহায়ক। ব্রণর সমস্যা, দাগ ছোপ, রুক্ষ শুষ্ক ত্বক সবের ক্ষেত্রেই মহার্ঘ্য হলুদ৷ এক চামচ চন্দনের গুঁড়োর সঙ্গে দু’চামচ লেবুর রস এবং এক চামচ বেসন মিশিয়ে একটা কাঁচা হলুদ বেটে মিশিয়ে মুখে লাগালে দিন কয়েকেই ফিরবে জেল্লা। এছাড়া সকালে কাঁচা হলুদ মধু চিবিয়ে খেলে পেটের সমস্যাও দূর হয়।