বন্ধু বা পরিজনদের চেয়ে অচেনা মানুষজনের কাছে মনের ঝাঁপি খুলে বসা অনেক সহজ কাজ। অনেকেই ঘনিষ্ঠদের কাছে সবকিছু শেয়ার করতে পারেন না৷ কিন্তু অপরিচিতদের কাছে খুলে বলতে পারেন৷ এর মূলে রয়েছে কিছু কারণ।
একদম প্রথমেই রয়েছে বন্ধু বা পরিজনেরা কী ভাববেন, সেই ভয়৷ পাশাপাশি অনেকের মনে হয়, হয়তো তাঁদের অনুভূতিগুলিকে গুরুত্ব দেবেন না কাছের মানুষরা।
দ্বিতীয় কারণটিকে বলা যায়, নিকটজনদের 'আবেগের ওজন'। যেহেতু তাঁরা খুব কাছ থেকে আমাদের দেখেন, তাই অনেক সময় নিরপেক্ষ ভাবে অবস্থান নিতে পারেন না৷ একটু দূরের মানুষজনের সেই সমস্যা নেই।
অপরিচিতরা আমাদের একদম তরতাজা মতামত দিতে পারেন৷ কারণ তাঁদের কাছে আমাদের সম্পর্কে কোনও তথ্য থাকে না৷ নিকটজনদের ক্ষেত্রে বিষয়টি ঠিক উল্টো।