বিশেষ বিশেষ মানুষকে নাকি মশা বেশি কামড়ায়? অবাক লাগলেও এটাই সত্যি। গবেষণা বলছে, বিষয়টিতে অবাক হওয়ার কিছু নেই। রাজ্যজুড়ে আতঙ্ক বাড়াচ্ছে ডেঙ্গি (Dengue Fever)। স্বাভাবিকভাবেই সতর্ক থাকতে বলেছেন চিকিৎসকরা। কিন্তু বিশেষ বিশেষ মানুষকে মশা কামড়ানোর পেছনে রয়েছে বিভিন্ন কারণ।
রক্তের গ্রুপ
গবেষণা বলছে, যাঁদের রক্ত 'ও' গ্রুপের (Blood Group) তাঁদের মশা বেশি কামড়ায়। এই ব্লাডগ্রুপের মানুষদের প্রতি মশাদের বেশি আকর্ষণ। এছাড়াও গর্ভবতী মহিলা এবং স্থূল ব্যক্তিদের মেটাবলিক রেট বেশি থাকে, যে কারণে মশা তাদের বেশি কামড়ায়।
ঘাম ও গন্ধ
বিশেষজ্ঞরা বলেন, মশা (Mosquito) সবকিছুর গন্ধ পায়। তাই মশা ল্যাকটিক অ্যাসিড, অ্যামোনিয়া এবং অন্যান্য যৌগগুলিকে সনাক্ত করে, যা ঘামের মাধ্যমে শরীর থেকে নির্গত হয়। শরীর থেকে বেরোনো গন্ধ যদি মশার পছন্দ হয়, তাহলে মশা বেশি করে কামড়ায়।
গ্যাস
কার্বন ডাই অক্সাইড (Carbon Dioxide) এমন একটি গ্যাস যা মশা চিনতে পারে। শুধু তাই নয়, ৫ থেকে ১৫ মিটার দূর থেকেও মশা নিজের শিকারকে চিনতে পারে। মানুষ যত বেশি নিঃশ্বাস প্রশ্বাস নেন, তত বেশি কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, এবং মশারাও আকৃষ্ট হয়।
ত্বক
ত্বকে উপস্থিত ব্যাকটেরিয়া (Skin Bacteria) মশাদের আকর্ষণ করে। গবেষণা বলছে, ব্যক্তির শরীরের যে অংশে যত বেশি ব্যাকটেরিয়া থাকবে, সেই দিকে মশা তত বেশি আসবে।
আরও পড়ুন- Day Dreaming: দিবাস্বপ্ন দেখেন? গবেষণা বলছে সুস্থ এবং স্বাভাবিক মনের অধিকারী আপনি