দুর্গাপুজোর সঙ্গে যেমন কাশ-শিউলির সম্পর্ক, সরস্বতী পুজোর সঙ্গে তেমনটা পলাশ ফুলের। লাল পলাশ ছাড়া বিদ্যাদেবীর আরাধনা হয় না। অথচ সরস্বতী যে পদ্মাসনা। তাঁর পুজোয় কীভাবে পলাশ হয়ে উঠল এত গুরুত্বপূর্ণ?
বিদ্যার এবং সঙ্গীতের দেবী হিসেবে অনেক বেশি জনপ্রিয় হলেও সরস্বতী কিন্তু ঊর্বরতার প্রতীকও। ঋতুমতী নারীই গর্ভধারণে সমর্থ। পলাশ রক্তবর্ণ, তাই এই ফুল হয়ে উঠেছে প্রজননের প্রতীক। তাই লাল রঙের ফুলকেই কয়েক হাজার বছর ধরে সরস্বতীর চরণে নিবেদন করার চল। শ্বেতশুভ্রা দেবীর ‘পলাশপ্রিয়া’ হয়ে ওঠার পেছনে এটাই কারণ।
Valentine's Day History: ভ্যালেন্টাইনস ডে: রক্তে লেখা ভালোবাসার ইতিহাস
পুরুলিয়া বাঁকুড়া অঞ্চলের স্থানীয় জনজাতিদের মধ্যে আজও বিশ্বাস, পলাশ পাতা বন্ধ্যাত্ব দূর করে। সন্তান লাভের জন্য মেয়েরা পলাশপাতা বেটে খান আজও। এভাবেই ধর্মীয় আচার আর লোকজ বিশ্বাস একে অন্যকে জড়িয়ে থাকে যুগের পর যুগ।