দীপাবলী মিটলেই শুরু হয়ে যায় ভাইফোঁটার প্রস্তুতি। ভাই-বোনের এক বিশেষ উৎসব এই ভাইফোঁটা। ভাতৃদ্বিতীয়ার এই তিথিতে ভাইয়ের কপালে কড়ে আঙুল ঠেকিয়ে বোন ভাই ফোঁটা দেয়। সঙ্গে উচ্চারণ করে, 'ভাইয়ের কপালে দিলাম ফোঁটা যমের দুয়ারে পড়ল কাঁটা, যমুনা দেয় যমকে ফোঁটা আমি দিই আমার ভাইকে ফোঁটা' এই মন্ত্রটি। পরপর তিনবার এই মন্ত্রটি উচ্চারণ করে তিনবার ফোঁটা দিতে হয়।
কিন্তু কেন বোন তাঁর বাঁ হাতের কড়ে আঙুল ব্যবহার করে ভাইয়ের কপালে ফোঁটা দেয়? আসলে, নারী হচ্ছে প্রকৃতির রূপ। আর তাঁর কড়ে আঙ্গুল মহাশূন্যের প্রতীক। আমাদের পাঁচটা আঙুলে পঞ্চভূত তথা, ক্ষিতি, অপ, তেজ, মরুৎ, ব্যোম অবস্থান করে। এই ব্যোম কড়ে আঙুলে থাকে। এই আঙুল দিয়ে ফোঁটা দেওয়ার অর্থ হল ভাই-বোনের একে অপরের প্রতি ভালোবাসা মহাশূন্যের মতো উদার, অসীম এবং অনন্ত।
তাই ভাই-বোনের ভালোবাসা অটুট রাখতে এবং সম্পর্ক আরও মধুর করতে এই কড়ে আঙ্গুলে ফোঁটা দেওয়ার প্রচলন রয়েছে। আগে কানে এবং কণ্ঠতে ফোঁটা দেওয়ার চল থাকলেও এখন শুধু কপালেই ফোঁটা দেওয়া হয়।
কপাল আমাদের চেতনার প্রথম স্তর। তাই কপালে ফোঁটা হয়ে থাকে। এছাড়াও সাংসারিক ভাবনায় কপাল ভাগ্যের স্থান। তাই বোনেরা ভাইয়ের সৌভাগ্য কামনায় কড়ে আঙ্গুল দিয়ে ভায়ের কপালে ফোঁটা দিয়ে থাকে।