বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে, নারীদের আয়ু পুরুষদের তুলনায় বেশি । কিন্তু, কেন নারীরা বেশিদিন বাঁচে, সেই বিষয়ে সম্প্রতি এক গবেষণা প্রকাশিত হয়েছে । হার্ভার্ড মেডিক্যালের ওই গবেষণায় বলা হয়েছে, শারীরিক দিক থেকে নারীরা পুরুষদের তুলনায় বেশি শক্তিশালী ।
গবেষণায় বলা হয়েছে, নারী ও পুরুষের উভয়েরই ২৩ জোড়া ক্রোমোজোম থাকে । তার মধ্যে দু'জনেরই ২২ জোড়া ক্রোমোজোম একই থাকে । তবে, পুরুষদের মধ্যে শুধুমাত্র ২৩ জোড়া ক্রোমোজোমটি আলাদা, যা রোগের সাথে যুক্ত এবং সেই কারণেই মহিলাদের তুলনায় পুরুষদের আয়ু কম হয় ।
পাশাপাশি পুরুষদের টেস্টোস্টেরন হরমোনও সময়ের সঙ্গে সঙ্গে হৃদযন্ত্রে নানা সমস্যা ডেকে আনতে পারে । এছাড়া, গবেষণায় আরও বলা হয়েছে পুরুষদের আয়ু কম হওয়ার পিছনে ডায়েট, মেটাবলিজম, হরমোনও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ।