বুলগেরিয়ায় ঘুরতে গিয়ে বিপত্তি! চড়া রোদে একটু ঘুমিয়ে পড়েছিলেন সিরিন মুরাড। আধ ঘণ্টা পড়ে ঘুম ভাঙতেই চমকে গেলেন। মুখ তো পুরো লাল হয়ে গেছে। পরের দিন আরও ভয়াবহ অবস্থা! ভুরু একটু কুচকোতেই কপালের ত্বক যেন প্লাস্টিক! তারপর একটু একটু করে নানা বিকৃত রূপ নিল ত্বক। সিরিনের মতো আপনাদের যাতে এরকমটা না হয়, তার জন্য রোদে বেরোলে ত্বকে সানস্ক্রিন (Sun screen) ব্যবহার করা খুব জরুরি।
ডার্মাটোলজিস্টরা বলেন, ত্বকে আর কিছু যদি নাও মাখা হয়, শুধু সানস্ক্রিন মাখা খুব দরকার। কারণ সূর্যের অতি বেগুনী রশ্মি (UV ray) থেকে ত্বককে বাঁচায় সানস্ক্রিন।
এছাড়া রোদে সানবার্নের সম্ভাবনাও কমায়। বয়সের সঙ্গে ত্বকের বুড়িয়ে যাওয়া কমায়, মুখের ছোপ, প্রদাহ কমায় আর ত্বকের ক্যানসারের ঝুঁকিও কমায়।