খুব শীঘ্রই ভারতে চালু হতে চলেছে 5G মোবাইল নেটওয়ার্ক (5G Network)। এজন্য প্রয়োজনীয় স্পেকট্রাম নিলামের প্রক্রিয়া শুরু হতে চলেছে জুলাই মাসে। দেশের বিভিন্ন টেলিকম কোম্পানি এই নিলামে অংশগ্রহণ করার প্রস্তুতি নিচ্ছে।
খুব শীঘ্রই এই পরিষেবা দেশ জুড়ে পাওয়া যাবে বলে দাবি করেছেন বিশেষজ্ঞদের একাংশ। আগামী ২৬ জুলাই ৫জি স্পেকট্রাম নিলাম শুরু হবে। এরপর চলতি বছরে দেশের ১৩টি শহরে Reliance Jio সর্বপ্রথম এই পরিষেবা চালু করতে পারে।
কিন্তু অনেকের প্রশ্ন যে, 5G মোবাইল নেটওয়ার্ক চালু হলে কি নতুন মোবাইল ফোন কিনতে হবে? 4G ফোনে কি 5G পরিষেবা মিলবে এই প্রশ্ন এখন অনেকের। এই বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন, 5G মোবাইল পরিষেবা পেতে হলে অবশ্যই 5G স্মার্টফোন কিনতে হবে। কারণ 4G স্মার্টফোনে কেবল 4G, 3G এবং 2G নেটওয়ার্ক পাওয়া যেতে পারে; কিন্তু এতে 5G নেটওয়ার্কের সুবিধা পাওয়া যাবে না। কারণ, 5G নেটওয়ার্ক পাওয়ার জন্য ফোনে নতুন NR প্রযুক্তি থাকা প্রয়োজন যা 4G LTE চালিত ফোনে পাওয়া যায় না।
সাধারণ মানুষের আরও প্রশ্ন যে, 5G ব্যবহারের জন্য কি নতুন সিম লাগবে? উত্তর হল না, 5G নেটওয়ার্ক পেতে হলে কোনও নতুন সিম কার্ডের প্রয়োজন হবে না। গ্রাহকরা সহজেই 4G সিম থেকে 5G নেটওয়ার্ক ব্যবহার করতে পারবেন।