কেক আর পিঠেপুলির সুবাসে মন মাতিয়ে তুলতে হাজির হয়েছে শীত। এখনও তেমন ঠাণ্ডা পড়েনি ঠিকই, তবে পড়তে কতক্ষণ! বছরভর আলমারিতে আর খাটের তলায় বন্দি থাকা লেপ-কম্বল, শীতপোশাক ঝেড়েঝুড়ে নামাতে হবে তো! তবে হুট করে নামালেই তো আর হল না, মাথায় রাখতে হবে কয়েকটি জরুরি বিষয় :
লেপ, কম্বল, জ্যাকেট, সোয়েটার, কাঁথা বের করে প্রথমেই রোদে দিন৷ এটা কিন্তু মাস্ট। বাড়িতে ছাদ থাকলে সোনায় সোহাগা, নয়তো জানলায় বা ব্যালকনিতে৷ রোদে না দিলে বিশ্রি দুর্গন্ধ অবধারিত ভোগাবে।
Randeep Hooda Wedding: ইম্ফলের ছাদনাতলায় রণদীপ হুডা, কনে যেন সাক্ষাৎ রবীন্দ্রনাথের চিত্রাঙ্গদা
সোয়েটার কাচার সনয় চেষ্টা করুন গরম জলে কাচতে৷ কড়া ডিটারজেন্ট নৈব নৈব চ। ভালো লিকুইড ডিটারজেন্ট ব্যবহার করুন।
কোট বা সোয়েটার ব্যবহারের আগে ভালো করে ব্রাশ,করে নিন। কোট ঝাড়ার ব্রাশ ব্যবহার করুন।
লেপ বা কম্বলের ঢাকা/কভার নিয়মিত বদলান৷ সপ্তাহে দু'বার বদলাতে পারলে সবচেয়ে ভালো৷ তুলোর কম্বল না হলে কাচুন শ্যাম্পু দিয়ে।
সোয়েটার বা উলের পোশাকে কখনও পারফিউম দেবেন না। এতে পোশাক নষ্ট হয়। বরং আলমারিতে রাখার সময় কয়েকটি গোলাপ ফুলের পাপড়ি ছড়িয়ে দিন৷