বঙ্গে কিন্তু শীত পড়েই গিয়েছে। তার উপর বিয়ের মরসুম। অনেকেরই কপালে ভাঁজ পড়ে শীত এলেই কী পরবেন ভেবে। বোরিং শীতের সোয়েটারকে বলুন টাটা বাই। শীতকালকেও বানান ট্রেন্ডি৷ আজকাল বাজারে এসেছে বিভিন্ন রকমের গরম পোশাক। তাই শীতকালকে ফ্যাশানেবল করতে মাথায় রাখুন কিছু টিপস।
একবারই কিনুন ওভার সাইজড সোয়েটার। ছোট হয়ে যাওয়ার ভয় নেই৷ যেকোনও জিনস বা ট্রাউজারের সঙ্গে ক্যারি করুন, দারুণ দেখাবে। এছাড়া কিছু হুডি বা জ্যাকেট কিনুন ইউনিসেক্স। ছেলে মেয়ে উভয়েই পরতে পারবেন৷ কাছের মানুষটার সঙ্গে 'উত্তাপ' ভাগ করে নিলে ক্ষতি কোথায়?
আরও পড়ুন : শীতকালে বেগুন পোড়া ছাড়া চলে না! বিপদ বাড়াচ্ছেন না তো?
এছাড়া আজকাল ফেদার উলের জুতোও পাওয়া যায় বাজারে। যা কিন্তু আপনার স্টাইল স্টেটমেন্টে যোগ করবে বাড়তি আকর্ষণ। ব্যবহার করতে পারেন রঙিন টুপি, মোজা, মাফলার, হালকা স্কার্ফ৷ এছাড়া কম শীতের জন্য হালকা চাদর বা স্টোল দারুণ। বিভিন্ন রঙের কিনে রাখুন, পোশাকের সঙ্গে কনট্রাস্টে ব্যবহার করুন।