আজ ফ্রেন্ডশিপ ডে। নির্ভেজাল বন্ধুত্বের সামনে একটিবার কৃতজ্ঞতা স্বীকার করে নেওয়ার দিন। তবুও কিছু বন্ধুত্বে দেওয়া নেওয়ার সম্পর্ক থাকে। যেই চারপেয়েরা বছরের প্রতিটা দিন আপনার সঙ্গে থাকে, তারাও কিন্তু বোঝে বন্ধুত্বের মানে। তাই এই দিনে পোষ্যদের মাথায় হাত বুলিয়েও একটিবার বলতে পারেন হ্যাপি ফ্রেন্ডশিপ ডে৷ তাদের কিছু গুণ যা হয়ত আপনি কখনও খেয়াল করেছেন বা করেননি, রইল এই বিশেষ দিনে৷
Friendship Day 2023 : হ্যাপি ফ্রেন্ডশিপ ডে, কেন পালিত হয় বন্ধুত্বের দিবস?
ভাল শ্রোতা: পোষ্যরা খুব ভাল শ্রোতা হয়৷ আপনার কথা সে শোনে এবং বোঝেও।
আদুরে: আপনার পায়ের আওয়াজ পেলেই ছুট্টে এসে লেজ নাড়িয়ে ওরাও বুঝিয়ে দেয়, আপনি ওদের কাছে কত্তটা গুরুত্বপূর্ণ কতটা আদরের।
বিশ্বাসযোগ্য : চোখ বুজে বিশ্বাস করতে পারেন ওদের, বিশ্বাসঘাতকতা শব্দটা ওদের অভিধানে নেই। আপনি একটু খেতে ঘুমোতে দেন এই ঋণ তারা ফিরিয়ে দেয় বারবার। আপনাকে প্রোটেক্ট করে।
ফ্রেন্ডশিপ ডেতে তাই ওদের জন্যই বিশেষ উপহার নিয়েই বাড়ি ফিরুন।