মদ্যপানের অভ্যাসের নিরিখে মার্কিন মুলুকে মহিলারাই পুরুষদের চেয়ে এগিয়ে। সম্প্রতি ন্যাশনাল ইন্সটিটিউট অফ অ্যালকোহল অ্যাবিউজ অ্যান্ড অ্যালকোহলিজম-এর করা একটি সমীক্ষা তেমনই বলছে।
পরিসংখ্যান বলছে বিশ্ববিদ্যালয়ের মহিলা পড়ুয়াদের প্রায় ১১.৮ % অ্যালকোহল পানে অভ্যস্ত হয়েছেন অতিমারীর পর থেকে, পুরুষদের ক্ষেত্রে সেই সংখ্যাটা ১০.৪ %।
অ্যামেরিকার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন জানিয়েছে মহিলাদের জন্য দিনে একটি, এবং পুরুষদের জন্য দিনে দু'টি অ্যালকোহলযুক্ত পানীয় নিরাপদ।