রুটগার্স বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা বলছে, মহিলারা বেশিরভাগ সময় যৌন মিলনের সময় পুরুষ সঙ্গীকে অগ্রাধিকার দেন। এর জেরে মহিলারা অর্গাজম থেকে বঞ্চিত হন। গবেষণা বলছে, কিছু প্রাসঙ্গিক, সামাজিক এবং ব্যক্তিগত কারণ রয়েছে যা সম্ভবত বাধা সৃষ্টি করে মহিলাদের সম্পূর্ণ অর্গাজম পাওয়ার থেকে। এক্ষেত্রে পুরুষদের অর্গাজম নিয়ে ভাবেন তারা। যেখানে পুরুষরা মহিলাদের থেকে বেশি অর্গাজমের প্রবণতা দেখায় সেই পরিস্থিতিকে বলা হয় অর্গাজম গ্যাপ।
Delhi-alcohol consumption: হোলি উদযাপনে এক সপ্তাহে ২৩৪ কোটি টাকার মদ বিক্রি দিল্লিতে
গবেষণা বলছে, এই গ্যাপ দূর করতে পুরুষদের তাঁর সঙ্গিনীর প্রতি অনুভূতিশীল হতে হবে। মিলনের সময় সঙ্গিনীর সঙ্গে কথা বলতে হবে। জানতে হবে তাঁর পাওয়া না পাওয়াও৷ তবে এই দূরত্ব ঘুচবে। তবে বিশ্ববিদ্যালয় জার্নালে একথাও জানান হয়েছে, প্রচণ্ড উত্তেজনা সর্বদা যৌনতার লক্ষ্য নয় , বা এটিই যৌন তৃপ্তিদায়ক অভিজ্ঞতার একমাত্র পথ নয় ।