পুরুষদের তুলনায় বেশ কিছুটা বেশি কর্মক্ষম মহিলারা! সাম্প্রতিক গবেষণা কিন্তু তেমনই জানাচ্ছে।
পৃথিবীর প্রায় সমস্ত দেশেই রয়েছে লিঙ্গ বৈষম্যের সমস্যা৷ কাজকর্মের ক্ষেত্রে লিঙ্গ বৈষম্যের চেহারাটা ঠিক কেমন তা বুঝে নিতে সম্প্রতি একটি গবেষণা হয়েছে। বিভিন্ন দেশের লিঙ্গ বৈষম্য সম্পর্কে ধারণা পেতে এই গবপষণাটি করেছিল দ্য কনভারসন৷ সেই সমীক্ষা বলছে, মহিলারা কিন্তু পুরুষদের তুলনায় বেশি পরিশ্রম করেন।
Padatik First Look: অবিকল চাহনি, চশমা! মৃণাল বেশে চঞ্চলকে চেনা দায়, প্রকাশ্যে ‘পদাতিক’এর ফার্স্ট লুক
গবেষণার ফলাফলটি প্রকাশিত হয়েছে একটি বিজ্ঞান সংক্রান্ত জার্নালে। জার্নালটির নাম 'কারেন্ট বায়োলজি'। গবেষণা বলছে, একা থাকুন, বা একই বাড়িতে বিপতীর লিঙ্গের সঙ্গীঢ় সঙ্গে থাকুন, মহিলাদের তুলনায় পুরুষরা কিন্তু অনেক কম পরিশ্রম করেন।
গবেষণায় আরও দেখা গিয়েছেন, প্রতিদিন গড়ে ৯০০০ পা হাঁটেন এক পুরুষ। মহিলারা ১২০০০ পা হাঁটেন। পদক্ষেপ করেন৷ গবেষকরা সব মিলিয়ে সিদ্ধান্তে এসেছেন, ছেলেরা পরিশ্রম করেন ঠিকই, তবে মেয়েদের মতো নয়।