সুখে দুঃখে আনন্দে বিষাদে চির সঙ্গী সুর-সঙ্গীত। এই সঙ্গীতের জন্যেই গোটা একটা দিন। ২১ জুন বিশ্ব সঙ্গীত দিবস।
সঙ্গীত এমন এক আশ্চর্য সম্পদ, দেশ-কাল-ধর্ম-বর্ণ নির্বিশেষে যার আবেদন সার্বজনীন৷ সেই কোন প্রাচীন কাল থেকে মানুষ গান শোনে, গান গায়। আতঙ্কে, আনন্দে, প্রেমে, বিরহে, কান্না এবং হাসিতে মানুষ গেয়ে ওঠে গান৷ কত রকমের সুর, তাল ছন্দে বেঁচে থাকে একটা আস্ত সভ্যতা। এই সবকিছুকে তুমুল উদযাপনের তারিখ ২১ জুন- বিশ্ব সঙ্গীত দিবস।
সঙ্গীত কত হাজার বছর ধরে কখনও প্রার্থনার সুর, কখনও প্রেমের চিঠি, কখনও লড়াইয়ের হাতিয়াড়, কখনও চোখের জল। এই সবকিছুকে উদযাপনের দিন জুন মাসের ২১ তারিখ।