বিশ্বের দ্রুততম জুতো। যে জুতো পরলে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবেন এক জায়গা থেকে অন্য জায়গা। হেঁটে যেতে যে সময় লাগে তার থেকে নিদেন পক্ষে ২৫০ শতাংশ বেশি তাড়াতাড়ি পৌঁছতে পারবেন। এক ঘন্টায় পৌঁছনো যাবে প্রায় ১১ কিলোমিটার। সম্প্রতি আমেরিকার একটি রোবোটিক ইঞ্জিনিয়ারিং সংস্থা এমনই জুতো তৈরি করেছে সাড়া ফেলেছে বিশ্বে। যে জুতোকে তারা বিশ্বের দ্রুততম দ্রুত হিসেবে দাবি করেছে।
ব্যাটারি চালিত এই জুতোর নাম দেওয়া হয়েছে 'মুন ওয়ার্কার্স শু'। স্কেটিং বোর্ডের আদলে তৈরি অতি সাধারণ দেখতে এই জুতোর মত। কিন্তু সাধারণ দেখতে হলেও কৃত্রিম বুদ্ধিমত্তা এবং বিশেষ আলগারিদম দ্বারা পরিচালনা করা হবে এই জুতো। যার জেরেই হাটার গতি একলাফে ২৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
সেফ রোবটিক্স আমেরিকান সংস্থার তৈরি এই জুতোর নীচে ছোট ছোট বেশ কিছু চাকা রয়েছে। প্রত্যেকটি চাকা একে অপরের সঙ্গে যুক্ত। এগুলি এক একটি ৩০০-ওয়াটের বৈদ্যুতিক মোটর দ্বারা চালিত হয়। সিঁড়ি বেয়ে ওঠার জন্য জুতাগুলির একটি বিশেষ লক মোড রয়েছে। এই জুতোগুলি পরে সমতল, ঢালু, পার্বত্য যে কোনও ভূখণ্ডে হাঁটা যায়৷
প্রতিটি জুতার ওজন প্রায় ১.৯ কেজি, চার্জ হতে ১.৫ ঘন্টা সময় লাগে এবং একবার চার্জ দিলে প্রায় ১০ কিলোমিটার পর্যন্ত হাঁটা যায়। বিশ্বের দ্রুততম এই জুতোর দাম প্রায় ১,১৫,৯৬০ টাকা (USD 1,399)। সংস্থাটি বিশেষ এই জুতোর ডেলিভারি শুরু করবে পরের বছর মার্চ মাস থেকে।