আজ ২২ মার্চ, সারা দুনিয়ায় পালিত হচ্ছে বিশ্ব জল দিবস। জল সংরক্ষণের প্রয়োজনীয়তা নিয়ে মানুষকে সচেতন করতেই এই বিশেষ দিনের উদযাপন। ১৯৯৩ সাল থেকে এই বিশেষ দিনটি উদযাপন করছে রাষ্ট্রপুঞ্জ।
এই বছরের বিশ্ব জল দিবসের থিম হল 'Groundwater: Making the invisible visible'।
এই দিন উদযাপনের প্রাথমিক লক্ষ্য হল ২০৩০ সালের মধ্য সকলের জন্য পরিশুদ্ধ পানীয় জল ও স্যানিটাইজেশনের ব্যবস্থা করা। বিশ্ব উষ্ণায়ন, জলবায়ুর পরিবর্তন, পানীয় জলের অপচয় এই সব নানা কারণে কমছে বিশুদ্ধ জলের মাত্রা। জল রক্ষা করতেই নেওয়া হচ্ছে নানা রকম উদ্যোগ।
রাষ্ট্রপুঞ্জের হিসেব বলছে, এখনও সারা পৃথিবীতে ২০০ কোটি মানুষ বিশুদ্ধ জল থেকে বঞ্চিত।