ভারতের বাজারে এখন অ্যাপলের জনপ্রিয়তা তুঙ্গে। ঘড়ি-মোবাইল ফোনের পর বর্তমানে ল্যাপটপের দিকে ঝুঁকেছে জেন জেড। অ্যাপলের ল্যাপটপের দাম বেশ চড়া হলেও বর্তমানে অ্যাপল ম্যাকবুক এয়ারে(Apple MacBook Air Offer) চলছে ক্যাশব্যাক এবং ডিসকাউন্ট অফার। যার ফলে নামমাত্র দামে বাড়ি নিয়ে যেতে পারবেন আপনার প্রিয় ব্র্যান্ডের আকর্ষণীয় ল্যাপটপ।
Apple MacBook Air ডিসকাউন্ট অফার:
অ্যাপলের ২৫৬ জিবি স্টোরেজের এই জনপ্রিয় ল্যাপটপের দাম ৯৯ হাজার ৯৯০ টাকা। কিন্তু বেশকিছু উপায়ে এটি কিনতে চাইলে মিলবে আকর্ষণীয় ছাড়। HDFC ব্যাঙ্ক কার্ডে Macbook Air কিনলে মিলবে ৬ হাজার টাকার ছাড়। তবে Cashify-এ কিনলে ছাড়ের অঙ্ক বেড়ে হবে ১০ হাজার টাকার ইন্সট্য়ান্ট ছাড়ও পাওয়া যাচ্ছে। এই ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেলেই, ল্যাপটপের দাম নেমে আসবে ৮৩ হাজার ৯০০ টাকায়। এছাড়াও পুরনো ল্যাপটপ বিনিময়ে মিলবে বাড়তি ২০ হাজার টাকার ছাড়। ফলে Apple Macbook Air এর দাম কমে হবে ৫৩ হাজার ৯০০ টাকা। পাশাপাশি রয়েছে ইএমআই-এর সুযোগ। সেক্ষেত্রে ক্রেতাকে মাস গেলে খরচ করতে হবে মাত্র ৩ হাজার ৯১৩ টাকা।
Apple MacBook Air স্পেসিফিকেশন:
এই 'ম্যাকবুক এয়ার'-এ রয়েছে ১৩.৩ ইঞ্চির ঝকঝকে রেটিনা ডিসপ্লে। এছাড়া ল্যাপটপের সঙ্গেই থাকবে একটি 30W USB-C পাওয়ার অ্যাডাপ্টার। যাতে রয়েছে Apple M1 চিপসেট। এছাড়াও 'ম্যাকবুক এয়ার'-এ ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজের সুবিধা রয়েছে।