গুগল পে (Google Pay)-র মাধ্যমে কিনতে পারবেন ডিজিটাল গোল্ড। সোনা কেনার পাশাপাশি এই অ্য়াপের মাধ্যমে সেই সোনা বিক্রিও করতে পারবেন।
গুগল পে অ্যাপের মাধ্যমে অনেকেই মোবাইল রিচার্জ করা ছাড়াও অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার, বিল পেমেন্ট করে থাকেন। কিন্তু এই পেমেন্ট অ্যাপের মাধ্যমে রয়েছে সোনা কেনার সুবিধাও।
Train accident:রেললাইনে পড়ে থেকে জখম যাত্রীর মৃত্যু,মোবাইলে ছবি তুললেও কেউ হাসপাতালে নিয়ে গেলেন না
গুগল পে থেকে খুব সহজে কিনতে পারবেন ডিজিটাল গোল্ড। Google pay-র ওয়েবসাইট বলছে, কোনও ব্যক্তি এই অ্যাপের মাধ্যমে 99.99 শতাংশ খাঁটি ২৪ ক্যারাটের সোনা কিনতে পারবেন। গুগল পে অ্যাপে গিয়ে গোল্ড লকার (Gold Locker) অপশনে ক্লিক করে ডিজিটাল গোল্ড কিনতে পারবেন।
ডিজিটাল গোল্ড কী? ডিজিটাল গোল্ড আদতে সোনার ডিজিটাল বন্ড। এই সোনার মাধ্যমে আপনি অলঙ্কার তৈরি করতে পারবেন না। কিন্তু বাজার দর দেখে আপনি এই সোনা পরবর্তীতে বেশি দামে বিক্রি করে লাভবান হতে পারবেন।
আপনি সর্বোচ্চ মোট কত টাকার ডিজিটাল গোল্ড কিনতে পারবেন তার কোন ঊর্ধ্ব সীমা নেই। তবে দৈনিক সর্বোচ্চ ৫০ হাজার টাকার সোনা কিনতে পারবেন।