প্রযুক্তির দুনিয়ায় এখন ইন-থিং এনএফসি (NFC) স্টিকার। আজকাল যে কোনও ব্র্যান্ডের মিড ও হাই বাজেটের ফোনে এনফসি ফিচার থাকে। কিন্তু এটি কীভাবে কাজ করে, সে সম্পর্কে এখনও আমাদের অনেকেরই ধারণা নেই।
এনএফসি টার্মটির পুরোটা হল নিয়ার-ফিল্ড কমিউনিকেশন। এটি একটি বিশেষ ধরনের প্রযুক্তি, যা এখন স্মার্টফোন সহ একাধিক ইলেক্ট্রনিক্স গ্যাজেট সাপোর্ট করে। এর সাহায্যে একটি স্মার্টফোন অল্প দূরত্বের মধ্যে (সাধারণ ৪ সেন্টিমিটার) অন্য কোনও ফোন বা গ্যাজেটের সঙ্গে সংযোগ স্থাপন করে। এজন্য ফোনে আপনাকে লাগাতে হবে এনএফসি স্টিকার। এই স্টিকার লাগিয়ে নিয়ে আপনি আপনার ফোনকে সহজেই কাছাকাছি অন্য কোনও ফোনের (যে ফোন এনএফসি সাপোর্ট করে) সঙ্গে কানেক্ট করে যে কোনও ফাইল অনায়াসে পাঠাতে বা রিসিভ করতে পারবেন।
Baharmpur Blast:বহরমপুর থানায় জোরাল বিস্ফোরণ, জখম ৩ পুলিশকর্মী
এনএফসি প্রযুক্তির প্রচলন ক্রমশ বাড়তে থাকায় এনএফসি স্টিকারের ব্যবহাও বেড়েছে। এখন একাধিক অনলাইন স্টোরে খুব অল্প দামেই (প্রায় ৫০ টাকা) আপনি এনএফসি স্টিকার পেয়ে যাবেন। এই বিশেষ স্টিকারে থাকে 144 বাইট মেমোরি। তবে আপনি একটা স্টিকার ক্রয় করতে পারবেন না। আপনাকে কিনতে হবে ১০টি স্টিকারের একটা সেট। স্টিকারগুলি আসল,০ না নকল তা বোঝার জন্য কোম্পানির ট্যাগও থাকবে। আপনি যে স্টিকার ক্রয় করবেন, তাতে লেখা থাকবে LINQS® NTAG213 রিরাইটেবল NFC ট্যাগ। এই স্টিকার আসলে একটি ক্ষুদ্র চিপ। এটিতে রয়েছে ইউআইজি (UID) মিররিং। সহজেই আপনার ফোনে আটকে যায়।
এই স্টিকারটি আপনাকে ফোনের পেছনে লাগাতে হবে। তারপর এটির সাহায্যে আপনি সহজেই যে কোনও ফোনে টেক্সট, ইউআরএল, সোশ্যাল মিডিয়া, ভিডিয়ো, ছবি বা কন্ট্যাক্ট ইত্যাদি শেয়ার করতে পারবেন।