ভালবাসার জন্য গোটা একটা দিন, একটু উদযাপন না করলে হয়? আড়ম্বর যদি নাও থাকে, একটু আয়োজন থাকুক অন্ত। বিশেষ দিনটা আপনার বিশেষ মানুষটিকে নিয়ে ঘুরে আসতে পারেন শহরের আনাচ-কানাচ, দেখবেন রোজকার চেয়ে যেন একটু অন্যরকম লাগছে শহরটাকে, ভালোবাসার রং লেগেছে যে!
গঙ্গার ঘাট
পুরনো কলকাতা ভালবাসেন? ঘাটের গায়ে লেগে থাকা গল্প শুনতে চলে যান গঙ্গার ঘাট। বাগবাজার-শোভাবাজার-বাবুঘাট-সোদপুর-পানিহাটিতে নানা ঘাটের নানা মেজাজ।
রুফটপ ক্যাফে
আধুনিক জীবন, ইঁদুর দৌড়ে মনের মানুষকে সময় দেওয়া হয়না? ভিড়ের মাঝে একটু নিভৃতি খুঁজছেন? দুবার না ভেবে চলে যান শহরের নানা রুফটপ ক্যাফেতে। বিসেশ দিনে কিন্তু নানা অফারও থাকে সেখানে।
ইডেন উদ্যান
ইডেন গার্ডেন্স নয়, বলছি ইডেন উদ্যানের কথা, ইডেন গার্ডেন্স লাগোয়া এই বাগান যেন কলকাতার ফুসফুস! সবুজে ভরা, পুকুরও আছে। সব মিলিয়ে শহরের বুকে যেন অন্য জগত। বাইরের কোলাহল কানেও আসে না।
কলকাতা গেট
কলকাতার সঙ্গে হালে সমার্থক হয়ে উঠেছে কলকাতা গেট। নিউটাউনে বিশ্ব বাংলা মোড়ের কলকাতা গেটের ওপর একটি আধুনিক রেস্তোরাও রয়েছে। নতুন কলকাতাকে সেখান থেকে দেখলে মনে হয় স্বপ্ন নগরী।
নলবন
প্রেমের ব্যাপারে একটু ওল্ড স্কুল? ক্যাফে-রেস্তোরা ভাল লাগে না? তাহলে হাতে একটু সময় নিয়ে ঘুরে আসুন নলবন। মনের মানুষের হাতে হাত রেখে জলে একটু নৌবিহারের সুযোগও রয়েছে।