জীবনে প্রথম লেখা প্রেমপত্রটি (Love Letter) কেমন ছিল? মনে আছে? নিশ্চয়ই না। থাকলেও হয়ত তা আবছা। কোনও এক পড়ন্ত বিকেল। স্কুল ছুটি। গঙ্গার পাড়। কিন্তু আজকাল সেসব অতীত। প্রেম দিবসে উপহারের পসরার সঙ্গে আর দেওয়া হয় না লভ লেটার। সময় হয় না। কিংবা কী লিখবেন ভেবে পান না। কিন্তু এই বসন্তে আচমকাই যদি একটা প্রেমপত্র লিখে পাঠান আপনি নিজের মনের মানুষকে। নিশ্চয়ই মন্দ লাগবে না? কিন্তু কীভাবে?
এবার সেই উপায় রয়েছে আপনার মুঠোফোনে। ChatGPT নামক AI চ্যাটবট রয়েছে। যা ফিরিয়ে দেবে আপনাকে প্রেমপত্রের যুগ। যেখান থেকে সহজেই মনের মানুষকে প্রেমপত্র পাঠাতে পারবেন। আর যার জন্য আপনাকে কোনও কসরত করতে হবে না। কীভাবে পাঠাবেন?
আরও পড়ুন- 'ঠোঁটে ঠোঁট রেখে ব্যারিকেড করো প্রেমের পদ্যটাই'...আজ 'চুম্বন' দিবস