কর্মীর পারফরম্যান্স ভাল, তাই মোটা টাকা মাইনে বাড়তে চলেছে, এমন খবর পেলে কে না উৎফুল্ল হবেন? দীক্ষাও হয়েছিলেন, কিন্তু শুধুই কাজের ব্যাপারে খুশি হলেন, সংস্থার মালকিন কে জানিয়ে দিলেন, এখনই বেতন বাড়ানোর দরকার নেই।
গোটা ঘটনায় রীতিমতো অবাক স্টার্ট আপের প্রতিষ্ঠাতা শিবানসী বর্মা। মেদ ঝরানোর পরামর্শ দেওয়ার একটি অ্যাপের সহ প্রতিষ্ঠাতা শিবানসী। তাঁর সংস্থায় কাজ করতে আসেন এক তরুণী, নাম দীক্ষা, প্রথম দিকে কাজের মান তেমন নজর কাড়া ছিল না, প্রায় চাকরিই খোয়াতে বসেছিলেন, শিবানসীর কাছে দীক্ষা অনুরোধ করেন আরও একবার সুযোগ দেওয়ার জন্য। সে সুজোগ দেওয়ার পর কাজে আমূল পরিবর্তন আসে। দারুণ উন্নতির কারণে স্বাভাবিক ভাবেই বেতন বৃদ্ধির প্রস্তাব আসে, তখনই বেঁকে বসেন দীক্ষা।
জানান, তিনি ওই সংস্থাকে ভালবেসে আরও কিছু অবদান রাখতে চান। তারপর তাঁকে যোগ্য মনে করা হলে তখন তাঁর বেতন বাড়ানো হোক। দীক্ষার সততায় মুগ্ধ সংস্থার মালকিন শিবানসী।