বিশ্বস্ত বন্ধু পোষ্য সারমেয়। কিন্তু আদতেও কি আপনার পোষ্য সবাইকে পছন্দ করে? না এমনটা কিন্তু একেবারেই নয়। কুকুরদেরও বিচারবোধ রয়েছে। কাদের পছন্দ করবে আর কাদের করবে না সে বিষয়ে যথেষ্ট মুডি। এমনটাই জানাচ্ছে এক সমীক্ষা।
জাপানের কিয়োটো ইউনিভার্সিটি একটি সমীক্ষা চালায়। সমীক্ষায় দেখা গিয়েছে, পোষ্য সারমেয় মালিক বা তার পরিবার সদস্যদের প্রত্যেকটি পদক্ষেপ খুঁটিয়ে দেখে। বিশ্ববিদ্যালয়ের এই গবেষণায়, ৭৪টি পোষ্য অংশ নিয়েছিল। যাদের মধ্যে ৪৩টি মেয়ে এবং ৩১টি পুরুষ পোষ্য।
আরও পড়ুন - আর প্ল্যান ক্যান্সেল নয়! জানুন ব্রণ থেকে রাতারাতি মুক্তি পাওয়ার উপায়
সমীক্ষায় কয়েকজন ব্যক্তিকে পোষ্যদের কাছে একটি পাত্রের ঢাকনা খুলতে বলা হয়। যে ব্যক্তি প্রথমেই ঢাকনা খুলতে পেরেছেন, তাদেরকেই পছন্দ করছে পোষ্য। যিনি পারেননি, তাকে বিশ্বাসযোগ্য মনে হয়নি। প্রথমবারে যারা ঢাকনা খুলতে সক্ষম হয়েছেন কুকুরগুলি সেই ব্যক্তির দিকেই বেশিক্ষণ তাকিয়ে রয়েছে। এমনই দেখা গিয়েছে গবেষণায়।