আপনার সঙ্গীর আকর্ষণীয় এক গাল দাড়ি আছে? জানেন কি সঙ্গীর দাড়ির সংস্পর্শে এলে আপনার ত্বকেও দেখা দিতে পারে ব্রণ (Acne)? সম্প্রতি ডাঃ মেহস ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করেছেন যাতে বলা হয়েছে, দাড়ির ঘষা লাগলে গালে এক ধরণের তেল তৈরী হয়। যার জেরে ব্রণ দেখা যায়।
Mango And Weight Loss: আমও খাবেন, আবার মেদও ঝরাবেন, আছে কোনও উপায়
বিশেষজ্ঞরা বলছেন যে দাড়িতে ব্যাকটেরিয়া, ধূলিকণা এবং অ্যালার্জেন থাকতে পারে যার সংস্পর্শে সংবেদনশীল ত্বকে ব্রণ এবং ফুসকুড়ি দেখা দেয়। তাই সঙ্গীর দাড়ির যত্ন নেওয়ার দায়িত্ব আপনারও খানিক। নিয়মিত দাড়ি পরিষ্কার রাখা, শেভ করা উচিৎ। সঙ্গে ময়শ্চারাইজ করতে হবে দাড়ি।