গুগলের ইউটিউব (YouTube) বিশ্বের জনপ্রিয়তম ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম। এবার ইউটিউব আপনাকে দিচ্ছে নিখরচায় প্রিমিয়াম সাবস্ক্রিপশনের সুবিধা।
ইউটিউবে যে কোনও ভিডিয়ো দেখার সময় একাধিক বিজ্ঞাপন আপনাকে দেখতে হয়। সর্বদা এই বিজ্ঞাপনগুলি আপনি স্কিপ করতে পারেন না। অর্থাৎ ইউটিউবে ভিডিয়ো দেখার সময় বিজ্ঞাপন দেখাটা এখন কার্যত বাধ্যতামূলক। তবে আপনি যদি ভিডিয়োর শুরুতে ও মাঝে এভাবে বিজ্ঞাপন দেখা পছন্দ না করেন তবে আপনি ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে পারেন। এক্ষেত্রে আপনাকে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা সাবস্ক্রিপশন ফি হিসেবে গুগলকে দিতে হবে, আর তার বিনিময়ে আপনি দেখতে পারবেন অ্যাড ফ্রি ভিডিয়ো।
Digital Gold: জানেন কি গুগল পে-র মাধ্যমে কিনতে পারবেন ডিজিটাল গোল্ড?
কিন্তু ইউটিউব এবার বিশেষ সুযোগ দিচ্ছে যার সাহায্যে আপনি টাকা খরচ না করেও এখন প্রিমিয়াম সাবস্ক্রিপশনের সুবিধা পেতে পারেন। ইউটিউব লঞ্চ করেছে রেফারেল প্রোগ্রাম। এই প্রোগ্রামে অংশ নিয়ে আপনাকে পরিচিত ও বন্ধুদের ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রিপশন রেফার করতে হবে। রেফার করার পর আপনি ইউটিউবের তরফে একটি বিশেষ কোড পাবেন। সেই কোড ব্যবহার করে আপনি এক মাসের জন্য নিখরচায় প্রিমিয়াম সাবস্ক্রিপশনের সুবিধা পাবেন। এভাবে আপনি যত জনকে রেফার করবেন তাঁদের প্রত্যেকের জন্য আপনি এক মাস করে নিখরচায় প্রিমিয়াম সাবস্ক্রিপশনের সুবিধা পাবেন।
তবে আপনি যাকে রেফার করবেন তিনি কিন্তু বিনামূল্যে প্রিমিয়াম সাবস্ক্রিপশন পাবেন না। প্রিমিয়াম সাবস্ক্রিপশনের জন্য তাঁকে সামান্য কিছু টাকা খরচ করতে হবে। কোনও কোনও ক্ষেত্রে এই টাকার পরিমাণ খুবই কম, তিন মাসের জন্য মাত্র 10 টাকা। আপাতত গুগল শুধু অ্যান্ড্রয়েড ( Android) ডিভাইসে ইনস্টলড ইউটিউব অ্যাপে রেফারেল প্রোগ্রামের সুবিধা দিচ্ছে। ইউটিউব অ্যাপ ক্লিক করে আপনার প্রোফাইল ছবিতে ট্যাপ
করলেই ইয়োর প্রিমিয়াম বেনিফিটস (Your Premium benefits) অপশন দেখতে পাবেন। সেটি সিলেক্ট করে পরিচিতদের প্রিমিয়াম সাবস্ক্রিপশন রেফার করুন। 2023 সালের মে মাস পর্যন্ত এই রেফারাল প্রোগ্রাম বৈধ থাকবে।