খেলতে খেলতে জল তেষ্টা পেয়েছিল। জল খেতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল ষষ্ট শ্রেণির এক পড়ুয়ার। শনিবার বিকেলে এই দুর্ঘটনাটি ঘটেছে হাওড়ার শিবপুরে নবান্নের কাছে কাজিপাড়ার মালিবাগান এলাকায়। ইতিমধ্যেই মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃত শিশুর নাম ইরফান।
স্থানীয় সূত্রের খবর, শনিবার বিকেলে বন্ধুদের সঙ্গে মাঠে ফুটবল খেলছিল ছোট্ট ইরফান। সেই সময় জল তেষ্টা পায়। খেলার মাঝে জল খেতে গেলেই বিপত্তি ঘটে। মাঠের পাশে পড়ে থাকা ইলেকট্রিক তারে পা লাগে তার। সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয় ইরফান।
তড়িঘড়ি আহত শিশুকে স্থানীয়রা ধরাধরি করে হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসকরা ইরফানকে মৃত বলে ঘোষণা করেন। পরিবারের দাবি, একটি অনুষ্ঠানের জন্য স্থানীয় ক্লাব থেকে বিদ্যুতের লাইন নিয়ে আলো দিয়ে সাজানো হয়েছে গোটা এলাকা। মাঠের পাশে একটি তার পড়েছিল। ওই তারে পা দিতেই মৃত্যু হয় ইরফানের।
বাবা-মায়ের এক মাত্র সন্তান ইরফানের মৃত্যুতে চাঞ্চল্য সৃষ্টি হয় গোটা এলাকায়। ঘটনাস্থলে পৌঁছয় শিবপুর থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।