শুক্রবার মধ্যরাত থেকে শিয়ালদহ উত্তর শাখার ১৪৩টি লোকাল ট্রেন বাতিল করল পূর্ব রেলওয়ে। দমদম স্টেশনে ইন্টারলকিং কাজের জন্য ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মোট ৫২ ঘণ্টার জন্য ট্রেনগুলি বাতিল থাকবে। এর পাশাপাশি বেশ কিছু ট্রেনের যাত্রা সংক্ষিপ্ত করা হয়েছে।
১৬ মার্চ রাত ১২টা থেকে ১৮ মার্চ বিকেল ৪টে পর্যন্ত সম্পূর্ণভাবে ১৪৩টি ট্রেনগুলি বাতিল করা হয়েছে। এছাড়াও ৪৬ টি ট্রেনকে ঘুরপথে গন্তব্যে নিয়ে যাওয়া হবে। এদিকে ৫২ ঘণ্টা ট্রেন বাতিলের জেরে হাজার হাজার যাত্রী সমস্যায় পড়বেন বলে আশঙ্কা করা হচ্ছে।
কোন কোন সেকশনের ট্রেন বাতিল?
মূলত শিয়ালদহ-ব্যারাকপুর-নৈহাটি এবং শিয়ালদহ-দমদম ক্যান্টনমেন্ট সেকশনে ট্রেন বাতিল করা হবে। শিয়ালদহ ডিভিশনে মোট ৮৯২টি ট্রেন চলাচল করে। তার মধ্যে ৭৮৯টি ট্রেন চলাচল করবে। তবে যাত্রীদের কিছুটা সুরাহা দিতে ওই সময়ে মাতৃভূমি লোকাল সাধারণ ট্রেন হিসেবে চালানো হবে। এর সঙ্গে আসানসোল ইন্টারসিটি, শিয়ালদহ জঙ্গিপুর এক্সপ্রেস এবং হাওড়া সিউড়ি মেমু এক্সপ্রেস বাতিল করা হয়েছে।