বীরভূমের রামপুরহাট থেকে উদ্ধার হল এই পরিমাণ বিস্ফোরক। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ৩২০ বস্তা ভর্তি ওই বিস্ফোরককে অ্যামোনিয়াম নাইট্রেট বলেই সন্দেহ করা হচ্ছে। গ্রেফতার করা হয়েছে তিন সন্দেহভাজনকে। রামপুরহাট থানার পুলিশ জানিয়েছে, আটক করা হয়েছে একটি লরিও। গাড়িটি তামিলনাড়ুর নম্বর প্লেট রয়েছে বলে জানা গিয়েছে।
সম্প্রতি রাজ্য থেকে গ্রেফতার করা হয়েছিল একাধিক জঙ্গিকে। তাদের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ পাওয়া গিয়েছিল। তাই এই বিস্ফোরক কোথা থেকে, কী ভাবে এল, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রামপুরহাট থেকে তারাপীঠ যাওয়ার রাস্তায় মুনসুবা মোড় এলাকা থেকে এই লরিকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, এক একটি বস্তার ওজন প্রায় ৫০ কেজি। মোট ১৬ হাজার কেজি বিস্ফোরক ট্রাক থেকে উদ্ধার হয়েছে বলে খবর। ওই পরিমাণ বিস্ফোরকে গোটা তারাপীঠ এলাকা ক্ষতিগ্রস্ত হত বলে প্রাথমিক অনুমান পুলিশের।
জানা গিয়েছে, ওই বিস্ফোরক বোঝাই ট্রাক তেলেঙ্গনার সঙ্গারেড্ডি জেলা থেকে ঝাড়খণ্ডের দেওঘরের সিরশিয়া যাচ্ছিল। এই ঘটনায় লরির চালক ও খালাসির থেকে কোনও বৈধ কাগজ উদ্ধার করা যায়নি। তার জেরেই, এই দু জনকে গ্রেফতার করা হয়েছে।