১৯ বছরের এক যুবতীকে গণধর্ষণের অভিযোগ, ৪ যুবকের বিরুদ্ধে। অভিযোগ, জঙ্গলে নিয়ে গিয়ে যুবতীকে নির্যাতন করা হয়। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার টিটাগড়ে (Titagarh Rape Allegation)। বাধা দিতে গেলে, তাঁকে মারধরও করা হয়েছে বলে অভিযোগ নির্যাতিতার। পুলিশে অভিযোগ দায়ের করেছে পরিবার।
স্থানীয় সূত্রে খবর, টিটাগড় পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের কয়লা ডিপো এলাকায় বাড়ি ওই যুবতীর। বাড়ির সামনে মোবাইল নিয়ে খেলছিলেন ওই যুবতী। ৪ যুবক মুখে কাপড় চাপা দিয়ে জোর করে তুলে নিয়ে যায়। পাশের এক জঙ্গলে নিয়ে গিয়ে ওই যুবতীকে গণধর্ষণ করে বলে অভিযোগ। পরিবারের অভিযোগ, ওই ৪ যুবক মদ্যপ ছিল।
আরও পড়ুন: শনি থেকে মঙ্গল দক্ষিণের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, ভাসতে পারে পুজোর বাজার
পরিবারের অভিযোগ, ধর্ষণের পর ফের ওই যুবতীকে বাড়ির সামনে ফেলে দিয়ে চম্পট দেয় ৪ জন। আহত যুবতীকে ব্যারাকপুর বিএন বোস হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই চিকিৎসা চলছে তাঁর। এদিকে চার অভিযুক্তের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এখনও অধরা অভিযুক্তরা।